রাজশাহীতে বিএনপির সমাবেশ চলছে

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার পরে পদ্মারপাড়ে নাইস কনভেশন সেন্টারের সামনে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আরও উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইশরাক হোসেন।
নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ভোট চুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল দুপুরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সমাবেশে আসার সময় পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ তোলেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতা তাবিথ আউয়াল দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘সমাবেশে যোগ দিতে রাজশাহীতে আসার পথে দুপুর ১টায় পুঠিয়া উপজেলায় আমাকে বাধা দেওয়া হয়েছে।’
নওগাঁর ধামুরহাট থানা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। শেষ মুহূর্তে চালকরা জানিয়েছেন, তারা আসতে পারবেন না। চাপ আছে। পরে পাঁচটি মোটরসাইকেলে ১০ জন এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় চার জন আমরা রাজশাহীতে এসেছি। মোড়ে মোড়ে আমাদের আটকে তল্লাশি করা হয়েছে। আমরা একসঙ্গে আসতে পরিনি। আলাদা আলাদা এসেছি। নওগাঁয় নওহাটা মোড়ে এবং রাজশাহীতে নওদাপাড়ায় আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সমাবেশের কথা না বলে নানান অজুহাত দিয়ে আসতে হয়েছে। আমাদের অনেক নেতা আসতে পারেননি।’
গোদাগাড়ী উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, তারা ২৭ কিলোমিটার পায়ে হেঁটে রাজশাহীতে এসেছেন। কিছু দূর পর পর তাদের পকেটে হাত দিয়ে তল্লাশি করা হয়েছে। জেরা করা হয়েছে কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন।
নগর বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল দ্য ডেইলি স্টারকে বলেন, বাধা উপেক্ষা করে সব জেলা থেকেই আমাদের নেতাকর্মীরা রাজশাহীতে এসেছেন।
আরও পড়ুন:
Comments