খেলোয়াড়দের হুঁশিয়ার করে দিলেন গার্দিওলা

pep guardiola
ছবি: রয়টার্স

দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে। এরমধ্যেই ২৬ রাউন্ড শেষ। পরবর্তীতে খুব বাজে কিছু না করলে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনের খুব কাছাকাছি ম্যানচেস্টার সিটি। কিন্তু জিতে গেছেন ভেবে যদি খেলোয়াড়রা আত্মতুষ্টিতে ভোগেন তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতেও পারে। ঠিক এ দুশ্চিন্তাটাই করছেন সিটি কোচ পেপ গার্দিওলা। তাই সব খেলোয়াড়দের হুঁশিয়ার করে দিয়েছেন এ স্প্যানিশ কোচ।

চলতি মৌসুমের শুরুতেই খুব বাজে অবস্থার মধ্যেই ছিল সিটি। একের পর এক হারে সেরা পাঁচেও ছিল না দলটি। মূলত বাজে অবস্থাটা গত মৌসুমের শেষ থেকেই শুরু। সে অবস্থা কাটিয়ে অবিশ্বাস্য ছন্দে এগিয়ে যাচ্ছে দলটি। লিগে টানা ১৪টি ম্যাচ জিতেছে দলটি। সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচে জয়। অপরাজিত ২৭ ম্যাচে। ছন্দ ধরে রেখে নিজেদের রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে চায় তারা।

সে লক্ষ্যে রাতে উল্ভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে সিটি। বরাবরের মতো এ ম্যাচেও খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাই চান গার্দিওলা, 'আমরা এক সেকেন্ডের জন্যও রিলাক্স করতে পারি না। সবসময়ই ভালো করতে হবে...এটাই লক্ষ্য। যতো বেশি জিতল ততো বেশি ফলাফল পাব। আমাদের আরও চাহিদা থাকতে হবে এবং সব খেলোয়াড়দের ক্ষেত্রেও একই কথা ভালো করতে হবে। এই মুহূর্তে যদি কোনো খেলোয়াড় ভাবে যে তার কাজ শেষ অথবা এটা অনেক ভালো, তাহলে সেই ব্যক্তি আর খেলবে না।'

আর খেলোয়াড়রা নিজেদের সেরাটা না দিলে মাঠে তার পরিণতি কি ভয়ানক হতে পারে তা ভালো করেই জানেন সিটি কোচ, 'আমি এ ব্যাপারে খুব স্বজ্ঞাত। আমি জানি ঠিক কখন ছেলেরা আমাদের যা করা দরকার তা চালিয়ে নিতে প্রস্তুত থাকে না। আমি লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ার আগেই বলেছিলাম আমাদের এখনও আট, নয় বা ১০টি খেলা আছে এবং এটি অনেক বেশি। তারা অবিশ্বাস্য দল দল তারপরও জিততে চার বা পাঁচটি ম্যাচের জন্য লড়াই করেছিল। আমাদের ক্ষেত্রেও এটা ঘটেছিল।'

গত মৌসুমের উদাহরণ টেনে নিজেদের খেলোয়াড়দের সতর্ক করে দেন গার্দিওলা। রাতেই উল্ভসের বিপক্ষেই তাদের শতভাগ পেতে চান এ কোচ, 'এটি গত মৌসুমের শেষে এবং এই মৌসুমের শুরুতে হয়েছিল এবং আমরা (এই মৌসুমের) প্রথম দুই মাসে তিনটি ম্যাচে জিততে পারিনি। তাই এখনও আমি আরও চাই এবং (উল্ভসের বিপক্ষে) আগামীকাল (আজ) একটি ভাল উদাহরণ।'

Comments

The Daily Star  | English
Road Transport Act 2018: Govt moves to relax punishment, fines

All Dhaka buses to run under Nagar Paribahan

All passenger buses in Dhaka are scheduled to operate under Dhaka Nagar Paribahan, according to new decision yesterday by Bus Route Rationalization Committee (BRCC)

1h ago