কক্সবাজারে জমি অধিগ্রহণে জালিয়াতির মামলায় গ্রেপ্তার ২
জমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে কক্সবাজার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের বাহারছড়া এলাকা থেকে অ্যাডভোকেট নুরুল হক ও ব্যবসায়ী মো. ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই দুজন জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় একটি চক্র তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। দুদক দুজনের বিরুদ্ধে মামলা করার পর আজ সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে।’
Comments