‘মুশতাকের মৃত্যু-কিশোরের জেল খাটার বিনিময়ে কালো আইনটি যাতে দেশে না থাকে’
কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর আজ বুধবার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এ বিষয়ে কিশোরের বড় ভাই লেখক আহসান কবির টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা দীর্ঘ ১০ মাস ধরে যা চেয়েছি, সেই আশা পূর্ণ হয়েছে। কিন্তু, মুশতাকের মৃত্যু ও কিশোরের ৩০০ দিন জেল খাটার বিনিময়ে এই কালো আইনটি যাতে বাংলাদেশে না থাকে। কারণ, এটা আইন। যতই সংশোধন করা হোক, অপপ্রয়োগ হবেই। তাই আমরা এই আইনটি বাতিল চাই।’
‘যেহেতু কিশোর অসুস্থ, তার ডায়াবেটিস প্রবল, তাই যেদিনই আমরা তাকে কাশিমপুর থেকে নিয়ে আসব, সেদিনই সরাসরি বারডেম বা অন্য কোনো হাসপাতালে ভর্তি করার চেষ্টা করব’, যোগ করেন তিনি।
আরও পড়ুন:
অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর
কিশোরকে নির্যাতনের অভিযোগ: সেশন কোর্টে আবেদন করার নির্দেশ
কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর
মুশতাকের মৃত্যুর পর কিশোরের জীবন নিয়ে শঙ্কা
কার্টুনিস্ট কিশোরকে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের
কারাবন্দি কার্টুনিস্ট কিশোর পেলেন রবার্ট রাসেল কারেজ অ্যাওয়ার্ড
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার
কিশোর ও মুশতাকের জামিন শুনানিতে অপরাগতা জানিয়েছেন ভার্চুয়াল আদালত
Comments