প্রথম দফায় জুলাই পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম দফায় জুন-জুলাই পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রথম দফায় জুন-জুলাই পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় দেড় কোটি মানুষ ভ্যাকসিন দেওয়ার কথা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বিদেশিদের ক্ষেত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন হাতে এলে বয়স এবং শিডিউলের বিষয়টি ভেবে দেখা হবে।’
Comments