হেফাজতে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের আদেশ হাইকোর্টের
বরিশালে পুলিশ হেফাজতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম রেজাকে (৩০) নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রেজাউলের বাবা মো. ইউনুস মুন্সী বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে হাইকোর্ট বিভাগ বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তদন্ত ভার দিয়েছেন।
ইউনুস মুন্সী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আবেদন করেছিলেন।
আইনজীবী শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও বরিশালের কোতয়ালি থানায় পুলিশ হেফাজতে নির্যাতন এবং মৃত্যু অভিযোগে মামলা নেওয়া হয়নি। বরিশাল আদালতের আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বর্তমানে মামলাটি তদন্ত করছে। এই মামলায় পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত হওয়ার বিষয়ে প্রশ্ন রয়েছে। সুষ্ঠু বিচারের প্রথম শর্ত হলো সুষ্ঠু তদন্ত।’
গত বছরের ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে বরিশাল শহরের হামিদ খান সড়কে বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রেজাউল ইসলাম রেজাকে আটক করে। ওই রাতেই তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের হয়। ১ জানুয়ারি তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় রেজার মৃত্যু হয়।
রেজার বাবা মো. ইউনুস মুন্সী ৫ জানুয়ারি ডিবি’র উপপরিদর্শক মহিউদ্দিন মাহীসহ তিন জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করতে যান। পুলিশ সেই মামলা নিতে অস্বীকৃতি জানায়। ইউনুস মুন্সী অভিযোগ করেন, পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে রেজাউল ইসলাম রেজার মৃত্যু হয়েছে। ওই দিনই ইউনুস মুন্সী আদালতে উপপরিদর্শক মহিউদ্দিন মাহীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন।
আদালতে শিশির মনির বলেন, পিবিআইয়ের তদন্ত নিরপেক্ষ হবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালতে বিচার বিভাগীয় তদন্ত দেওয়ার এখতিয়ার রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদনের বিরোধিতা করেন।
আরও পড়ুন
Comments