ফিঞ্চ-ম্যাক্সওয়েলকে ছাপিয়ে অস্ট্রেলিয়ার নায়ক রেকর্ড গড়া অ্যাগার

ashton agar
ছবি: টুইটার

অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে দুইশো ছাড়ানো সংগ্রহ পেল অস্ট্রেলিয়া। বড় লক্ষ্যের পেছনে ছুটতে থাকা নিউজিল্যান্ডকে জোর ধাক্কা দিলেন অ্যাশটন অ্যাগার। তার ঘূর্ণি জাদুতে নাস্তানাবুদ হয়ে হুড়মুড় করে গুঁড়িয়ে গেল দলটি। এই বাঁহাতি স্পিনারের রেকর্ড গড়া বোলিংয়ে অসাধারণ জয়ে সিরিজে ফিরল অজিরা।

বুধবার ওয়েলিংটনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৪ রানে জিতেছে ফিঞ্চের দল। এই সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তাদের সবচেয়ে বড় জয়। আগের দুই ম্যাচে জেতায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৮ রান তোলে সফরকারীরা। জবাবে ১৭ বল বাকি থাকতে স্বাগতিকরা অলআউট হয় ১৪৪ রানে। ৪ ওভার হাত ঘুরিয়ে অ্যাগার ৬ উইকেট নেন ৩০ রানে। টি-টোয়েন্টিতে এটি অজিদের পক্ষে সেরা বোলিং ফিগার। আগের রেকর্ডও ছিল অ্যাগারের দখলে। গত বছর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট পান তিনি।

মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্রিকেটের আধুনিকতম সংস্করণে দুবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন অ্যাগার। বাকিরা হলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের উমর গুল, শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২০৮/৪ (ওয়েড ৫, ফিঞ্চ ৬৯, ফিলিপি ৪৩, ম্যাক্সওয়েল ৭০, স্টয়নিস ৯*, মার্শ ৬; সাউদি ১/৩৭, বোল্ট ১/৩৯, নিশাম ০/৬০, জেমিসন ০/৩৮, সোধি ২/৩২)

নিউজিল্যান্ড: ১৭.১ ওভারে ১৪৪ (গাপটিল ৪৩, সেইফার্ট ৪, উইলিয়ামসন ৯, কনওয়ে ৩৮, ফিলিপস ১৩, নিশাম ০, চ্যাপময়ান ১৮, সাউদি ৫, জেমিসন ১১, সোধি ১, বোল্ট ০*; জাই রিচার্ডসন ০/৩৪, মেরেডিথ ২/২৪, কেন রিচার্ডসন ১/১৭, অ্যাগার ৬/৩০, স্টয়নিস ০/৬)

ফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago