থাই রাজার প্রতিকৃতিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের প্রতিকৃতিতে আগুন দেওয়ার অভিযোগে সরকারবিরোধী এক অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার রয়টার্স জানায়, ৩২ বছর বয়সী সংগীতশিল্পী ও অ্যাক্টিভিস্ট ছ্যায়ামর্ন ‘অ্যামি’ ক্যাভুইবুনপানকে ব্যাংককের উত্তরে আয়ুথায়া প্রদেশ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে গত রোববার ব্যাংককের একটি কারাগারের সামনে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। ওই কারাগারে বর্তমানে দেশটির শীর্ষ চার সরকারবিরোধী আন্দোলনকর্মী বন্দী আছেন।
সাম্প্রতিক মাসগুলোতে কয়েক ডজন মানুষের বিরুদ্ধে থাইল্যান্ডের রাজতন্ত্রকে অবমাননা করার অভিযোগ আনা হয়েছে।
রয়টার্স জানায়, ছ্যায়ামর্নের বিরুদ্ধে একটি কঠোর আইনে অভিযোগ দায়ের হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়াও, তার বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ও অসদাচরণের অভিযোগ আছে।
ব্যাংককের পুলিশ প্রধান পাকাপং পংপেত্রা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দুজন সাক্ষী এবং ফরেনসিক প্রমাণ রয়েছে।’
ছ্যায়ামর্ন বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আহত হওয়ার বিষয়টি গ্রেপ্তারের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে পুলিশ।
গত বছর থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগ ও রাজতন্ত্রের সংস্কারের দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন।
সেসময় লিস ম্যাজেস্টে আইনে অন্তত ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে চার জন শীর্ষ অ্যাক্টিভিস্ট বর্তমানে বিচারের অপেক্ষায় কারাগারে আছেন।
Comments