কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামীকাল সরকারি সফরে বাংলাদেশে আসছেন। চলতি মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবে একদিনের সফরে আসছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ২০২০ সালের ১৭ ডিসেম্বর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ থাকবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে বেশ কিছু দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। জয়শঙ্কর ও মোমেন সেগুলোর পর্যালোচনা করতে পারেন।
Comments