সেভিয়ার বিপক্ষেই মাঠে নামছেন পেদ্রি!

ছবি: সংগৃহীত

সময়টা এমনটিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। তার উপর বড় দুশ্চিন্তার কারণ হয়ে পেদ্রি পড়েছিলেন ইনজুরিতে। তবে আশার কথা ইনজুরি কাটিয়ে ফিরেছেন এ তরুণ। রাতে কোপা দেল রের দ্বিতীয় লেগের ম্যাচেই ফেরার মতো ফিট রয়েছেন ১৮ বছর বয়সী এ তরুণ।

সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে ২-০ গোলের জয়ে দিনে দুঃসংবাদটি শুনেছিল বার্সেলোনা। ম্যাচের ৭১তম মিনিটে মাংসপেশিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন পেদ্রি। এরপর দিন পরীক্ষা করার পর বার্সা থেকে জানানো হয়েছিল কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। কিন্তু বিস্ময়করভাবে দ্রুতই ফিট হয়ে গিয়েছেন এ তরুণ।

এমনকি পেদ্রির ফেরায় নিজেও বিস্মিত হয়ে গেছেন বার্সা কোচ রোনাল্ড কোমান, 'কিছু জিনিস ব্যাখ্যা করা সম্ভব নয়। গতকাল বিকেলে আমি বিস্মিত হয়ে গিয়েছি। সে ব্যক্তিগত অনুশীলন করেছে এবং আজকে (গতকাল) তার কোনো সমস্যা নেই। আমরা আগামীকালের (আজ) অনুশীলনে তাকে দেখব। আমার মনে হচ্ছে সে তালিকায় থাকবে।'

চলতি মৌসুমে অসাধারণ ছন্দে আছেন পেদ্রি। বিশেষকরে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তার জুটিটা দারুণ জমে উঠেছে। জাভি, ইনিয়েস্তা, সুয়ারেজদের বিদায়ের পর এ তরুণের সঙ্গেই দারুণ মানিয়ে নিয়েছেন মেসি। যার ফলে দারুণ ছন্দে আছেন বার্সা অধিনায়কও।

সেভিয়ার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফাইনালে উঠতে হলে এ ম্যাচে জিততেই হবে তাদের। তার সঙ্গে নিশ্চিত করতে হবে গোল ব্যবধানও। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পেদ্রিকে পাওয়া নিঃসন্দেহে বড় স্বস্তির দলটির জন্য।

উল্লেখ্য, সেভিয়ার বিপক্ষে সে ম্যাচের ৬৭তম মিনিটে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়েছিলেন পিকেও। তার জায়গায় মাঠে নেমেছিলেন আরাউজো। অবশ্য তিনি মাঠে থাকতে পেরেছেন মাত্র ১৫ মিনিট। আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন এ সেন্টার ব্যাকও। তবে তাদের ইনজুরি খুব গুরুতর নয় বলে জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

The government is set to implement another round of retrospective promotions, this time to several hundred retired officials from non-administration cadres who will receive additional financial benefits at the taxpayers’ expense without serving even for a day.

6h ago