মুশতাকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের কারা হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুন কান্তি শিকদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তবে, প্রতিবেদনে কি বলা হয়েছে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকার করেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পরবর্তীতে সংবাদ ব্রিফিং করবেন।
গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
কমিটির অপর সদস্যরা হলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার এবং কমিটির সদস্য সচিব করা হয়েছে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদ।
লেখক মুশতাকে মৃত্যুতে কারা কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা এবং থাকলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছিলে তদন্ত কমিটিকে।
Comments