ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

Jaishankar
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকায় এসে পৌঁছান।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সেসময় তাকে বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে স্বাগত জানান।

দুই মন্ত্রী আজ রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এরপর তারা যৌথ সংবাদ সম্মেলন করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন জয়শঙ্কর।

আগামী ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কথা বলবেন জয়শঙ্কর।

Comments