ব্যান্টনসহ পিএসএলে আরও তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত
জৈব সুরক্ষা বলয়ের ফাঁকফোকর থাকায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ তিন ক্রিকেটার ও এক কর্মকর্তা আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার ইংল্যান্ডের টম ব্যান্টনসহ আরও তিন ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর মিলেছে।
নতুন আক্রান্ত ক্রিকেটারদের নাম জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি জানায়, আক্রান্ত ক্রিকেটাররা কেউ বুধবার খেলা করাচি কিংস, পেশোয়ার জালমি, মুলতান সুলতান বা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের নন। যদিও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবার পিএসএল খেলা ইংলিশ ক্রিকেটার টম ব্যান্টন টুইট করে জানান, করোনা আক্রান্ত তিনজনের একজন তিনি। আক্রান্ত তিন ক্রিকেটারকে আগামী ১০ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।
আক্রান্ত হওয়া ব্যান্টন জানান কোভিড-১৯ পজিটিভ হলেও সুস্থ আছেন তিনি, ‘মেসেজে খবর নেওয়ায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। খারাপ খবর হলো আমি গতকাল কোভিড-১৯ পজিটিভ হয়েছি। এখন আমি পিএসএলের প্রোটোকল মেনে আইসোলেশনে চলে যাচ্ছি। সৌভাগ্যের ব্যাপার হলো আমি সুস্থ আছি।’
এর আগে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে ফ্র্যাঞ্চাইজি মালিক ও ম্যানেজমেন্টের সঙ্গে ভার্চুয়াল সভা করেছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। টুর্নামেন্টে খেলতে থাকা ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় প্রত্যেক দলের সব ক্রিকেটারকেই ফের কোভিড-১৯ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেশ কয়েকজনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও পিএসএলের খেলা সূচি অনুযায়ীই চলবে বলে জানায় পিসিবি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এক দলের পাঁচ জনের কম আক্রান্ত থাকলে তাদের খেলা স্থগিত করা হবে না।
৬ দলের অংশগ্রহণে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর পিএসএল চলবে ২২ মার্চ পর্যন্ত।
Comments