মুনজেরিনের ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ কোর্স: শিক্ষার্থী ৫৫ হাজার

করোনা মহামারির কারণে দেশে অনলাইন শিক্ষার জনপ্রিয়তা অনেক বেড়েছে। শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে প্রতিযোগিতামূলক চাকরির জন্যে নিজেদের গড়ে তুলতে অনলাইনে বই, কোর্স ও প্রশিক্ষণের ওপর নির্ভর করছেন।

শিক্ষার্থীদের মধ্যে স্পোকেন ইংলিশ বা ইংরেজি বলার দক্ষতা বাড়াতে দেশে অনেকের মতো মুনজেরিন শহীদ সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছেন।

‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ মুনজেরিনের প্রথম অনলাইন কোর্স। কোর্সটি প্রকাশিত হয় দেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল থেকে। কোর্সটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী সেখান থেকে ইংরেজি শিখছেন। এটি দেশের অনলাইন কোর্সে এক মাইলফলক।

মুনজেরিনের ৪৫০ টাকার এই কোর্সটি সবার জন্যে উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন অনেক প্রবাসীও অংশ নিচ্ছেন।

কোর্সটি ইজি, মিডিয়াম, হার্ড ও অ্যাডভান্সড— এই চারটি লেভেলে ভাগ করা হয়েছে।

একজন মানুষকে যেসব পরিস্থিতিতে ইংরেজি বলতে হয় সেসব বিবেচনায় রেখে কোর্সটি তৈরি করা হয়েছে। যেমন: বিমানবন্দর, ব্যাংক বা বিশ্ববিদ্যালয়ে যখন ইংরেজির বিকল্প থাকে না তখন তারা কিভাবে সেখানে কথা বলবেন তা এই কোর্সে শেখানো হচ্ছে।

লেখক-শিক্ষক মুনজেরিন শহীদ প্রতিদিন প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে ফেসবুক, ইউটিউব, ইনস্ট্রাগ্রাম ও টিকটকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ইংরেজি পড়াচ্ছেন। তার শিক্ষামূলক ভিডিওগুলো গত ৮ মাসে বাংলাদেশ, সৌদি আরব, ভারত ও মালয়েশিয়ায় প্রায় ১০ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৪০০ বার দেখা হয়েছে।

‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ কোর্সের লিংক:

https://10minuteschool.com/skills/courses/14?aff=affport101

তাওহিদা আলী জ্যোতি: অ্যাসোসিয়েট, টেন মিনিট স্কুল

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago