জাপান অলিম্পিকে মশাল বহন করবেন ১১৮ বছর বয়সী কানে তানাকা
আগামী মে মাসে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস। এ বছর অলিম্পিকে মশাল বহন করবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৮ বছর বয়সী কানে তানাকা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, কানে তানাকা দু’বার ক্যান্সার থেকে রক্ষা পেয়েছেন। এই নারী দুটি বৈশ্বিক মহামারি দেখেছেন। এ বছর ফুকুওকার অলিম্পিকে তিনিই মশাল নিয়ে যাবেন।
তানাকার পরিবার তার ১০০ মিটারের হুইলচেয়ারে করে তাকে পাঠাবেন। এরপর তিনি মশাল হাতে পায়ে হেঁটে স্পটে পৌঁছাবেন।
তানাকা জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য নতুন এক জোড়া জুতা পেয়েছেন তিনি।
তার ষাটোর্ধ্ব নাতি ইইজি তানাকা গণমাধ্যমকে বলেন, ‘কানে তানাকা এই বয়সেও সক্রিয় জীবনযাপন করছেন। এটা খুবই দুর্দান্ত বিষয়। আমরা চাই অন্যরাও যেন তাকে দেখে অনুপ্রাণিত হন। কেউ যেন বয়সকে কখনো কোনো বাধা মনে না করেন।’
এর আগে ২০১৬ সালে ১০৬ বছর বয়সী অ্যাইডা গেম্যানক অলিম্পিকের মশাল বহন করেছিলেন। তিনি ছিলেন ব্রাজিলের অধিবাসী।
এছাড়াও, ২০১৪ সালে ১০১ বছর বয়সী আলেক্সজান্ডার ক্যাপটারেনকোও অলিম্পিকে মশাল বহন করেছিলেন।
Comments