বাংলাবাজার ফেরি ঘাট থেকে ৩৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ঢাকাগামী একটি বাস থেকে ৩৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
গতকাল রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাংলাবাজার ঘাট থেকে এগুলো জব্দ করা হয়। পরে আজ সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে এগুলো মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
আজ শুক্রবার দুপুরে লৌহজং মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান আসাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদেরভিত্তিতে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরিতে ওঠার সময় বাসটির মালামাল রাখার জায়গায় কোস্ট গার্ডের সদস্যরা তল্লাশি করে। সেখানে ফোমের তৈরি ১৪টি বক্স পাওয়া যায়। এগুলোর ওপরের অংশ প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। পরে এগুলো খুলে চিংড়ি পাওয়া যায়। পরীক্ষানিরীক্ষা করে দেখা যায়, এসব চিংড়িতে বিষাক্ত জেলি আছে। তবে, মালিককে খুঁজে পাওয়া যায়নি। বাসের চালক ও সহকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জেলিযুক্ত চিংড়ির মালিকের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।
Comments