খেলা হবে, দেখা হবে, জেতা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খেলা হবে, দেখা হবে, জেতা হবে… খেলা শুরু হোক, আমরা জিতব।
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ফটো

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খেলা হবে, দেখা হবে, জেতা হবে… খেলা শুরু হোক, আমরা জিতব।

আজ শুক্রবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণার পর কলকাতায় এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় ৩০টি জনসভার আয়োজনসহ সব ধরনের মার্শাল সম্পদের ব্যবহার বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাকে আমার সঙ্গে ১২০টি র‌্যালি করতে বলুন।’

তিনি বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘বিধানসভা নির্বাচনে কাশ্মীর থেকে কন্যাকুমারীর সব বাহিনী বাংলায় পাঠাতে বলুন। মানুষকে এতোটা অবিশ্বাস করা অমিত শাহের উচিত নয়।’

আট দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ভারতের নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন তুলে তৃণমূল চেয়ারপারসন বলেন, ‘তাদের (নির্বাচন কমিশন) ২৯৪ দফায় নির্বাচন করতে বলুন।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসন আছে। এসব আসনে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিলের মধ্যে আট দফায় ভোট গ্রহণ করা হবে। পরে ২ মে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গে ভোট গণনা হবে। ফেব্রুয়ারিতে আট দফায় ভোট গ্রহণের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেছিলেন।

সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় অভিযোগ করেন- পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে বিজেপি পরিচিত নয়। তিনি বলেন, ‘যারা বাংলার ইতিহাস ও সংস্কৃতি জানে না, তারা বাংলা শাসন করতে পারে না। এটা বাংলাংর অস্তিত্বের লড়াই। মানুষ জানে বিজেপি মানে বাংলার সমাপ্তি।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

1h ago