কদমতলীতে লেগুনার ধাক্কায় যুবক নিহত
রাজধানীর কদমতলী এলাকায় লেগুনার (হিউম্যান হলার) ধাক্কায় মোবারক হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পাপ্পু (২০) নামে আরেক যুবক আহত হয়েছেন।
রাজধানীর কদমতলী এলাকায় লেগুনার (হিউম্যান হলার) ধাক্কায় মোবারক হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পাপ্পু (২০) নামে আরেক যুবক আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে একটি লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোবারক মারা গেছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মোবারকের বাড়ি কুমিল্লার দেবীদ্ধার উপজেলার চৌদ্দকোট এলাকায়। তার বাবার নাম আলী আশরাফ। তিনি শ্যামপুর এলাকায় আলীরাজ স্টিল মিলে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত লেগুনা ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালকদের পাওয়া যায়নি।
Comments