কৌতুহলের বশে ধরে আনা হয়েছিল ময়ূরটিকে

গাছের ডালে অপরিচিত একটি বড় পাখি বসে থাকতে দেখে কয়েকজন তরুণ ঢিল ছুড়তে থাকে। এতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে গেলে তাদের একজন বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এরপর জানা যায়, সেটি আসলে ময়ূর। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বারঘরিয়া গ্রামে।
Panchagor_peacock_6Mar21.jpg
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বারঘরিয়া গ্রামে ধরা পড়েছে ইন্ডিয়ান পিকক। ছবি: সংগৃহীত
গাছের ডালে অপরিচিত একটি বড় পাখি বসে থাকতে দেখে কয়েকজন তরুণ ঢিল ছুড়তে থাকে। এতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে গেলে তাদের একজন বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এরপর জানা যায়, সেটি আসলে ময়ূর। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বারঘরিয়া গ্রামে।
 
খবর পেয়ে পুলিশ ময়ূরটি উদ্ধার করে। আজ শনিবার দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি জানার পরে গতকাল সন্ধ্যায় পুলিশ ময়ূরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়ূরটি আহত অবস্থায় আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।’
 
বোদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ‘ময়ূরটিকে আঘাত করার কারণে বেশ আহত হয়েছে। রাতেই চিকিৎসা দিয়েছি। আশা করছি, শিগগির সুস্থ হয়ে উঠবে।’
 
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (বোদা-দেবীগঞ্জ উপজেলা) মধুসুদন বর্মন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি ইন্ডিয়ান পিকক। পাখিটি প্রতিবেশী দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আঘাত করায় ময়ূরটি আহত হয়েছে, পিঠের পাখনাগুলো উঠে গেছে। ময়ূরটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

55m ago