দিল্লিতে ডাকাতি মামলায় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ডাকাতি মামলায় তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতাকে জানিয়েছেন দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শিবেশ সিং বলেন, ‘মোহাম্মদ খায়রুল ওরফে আরমান (৪৬), মোহাম্মদ সাদিক শেখ (২৯) ও মন্টু মোল্লা (৩০) গাজিয়াবাদের কাভিনগরে ডাকাতি মামলার পলাতক আসামি। তাদের নামে দিল্লিতে আরও ১৮টি চুরির মামলা রয়েছে।’
তিনি জানান, অপরাধ করে এই তিন জন বাংলাদেশে পালিয়ে যেতেন এবং পরে আবার ভারতে ফিরে আসতেন।
ডাকাতি মামলার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি কাভিনগরের একটি বাড়িতে চার জন প্রবেশ করে পরিবারটিকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে।’
শিবেশ সিং আরও বলেন, ‘দিল্লির লাডো সরাই এলাকায় খায়রুল ও তার দলের উপস্থিতির খবর পেয়ে পুলিশ গতকাল তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বাড়ি ভাঙার সরঞ্জাম, স্বর্ণ ও রূপার গহনা এবং দামি ঘড়ি উদ্ধার করা হয়েছে।’
তিনি জানান, এই দলটি সাধারণত অভিজাত এলাকা চিহ্নিত করে চুরি-ডাকাতি করত।
Comments