পাবনায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু

পাবনা শহরের গোবিন্দা এলাকায় ভাঙা দেয়ালের নিচে চাপা পরে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে বাড়ির উঠানে ইটের দেয়ালের পাশে খেলছিল শিশু রাহেনুল ইসলাম। এসময় দেয়ালটি ভেঙে রাহেনুলের ওপর পড়লে সে মারা যায়।
শিশুটির বাবা ইনতাজ উদ্দিনের বাড়ি নীলফামারী। তিনি চাকরি সূত্রে পাবনা শহরের গোবিন্দা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুরে রাহেনুল বাড়ির উঠানে দেয়ালের পাশে খেলার সময় দেয়াল ভেঙে পড়লে সে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে বলে জানান ওসি।
Comments