নোয়াখালীতে নিজ বাড়ি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়ি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়ি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে যাওয়ায় গত বুধবার থেকে বাড়িতে একা ছিলেন কৃষক মকবুল আহম্মদ (৫০)। আজ সকালে তার প্রতিবেশীরা তার কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে মকবুলের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়দের কাছ থকে খবর পেয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল করিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহতের ছেলে শাহজাহানের বলেন, ‘স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে আমাদের দীর্ঘদিনের বিরোধ আছে। কয়েকদিন আগেও প্রতিপক্ষের সঙ্গে মারামারি হয়েছে। ওই বিরোধের জের ধরে বাবাকে হত্যা করা হতে পারে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English
  July massacre victims

Dubious cases are an injustice to July massacre victims

Legal experts opined that there should be a judicial investigation into these cases.

7h ago