রাঙ্গামাটি ও চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ২

প্রতীকী ছবি।

রাঙ্গামাটি ও চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় বন্য হাতির আক্রমণে নিহত হয়েছে দুজন।

আজ রোববার ভোরে রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিএফডিসি এলাকায় একজনকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় জানা যায়নি।

নিহত অপরজন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর গ্রামের বাসিন্দা আবদুল খালেক (৫৫)।

রাঙ্গামাটি ফরেস্ট সার্কেল (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত ব্যক্তিকে দেখে মনে হচ্ছে তিনি একটি হাতির পালের আক্রমণের শিকার হয়ে মারা গেছেন।’

চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে প্রায় ১৫টি বন্য হাতির পাল খেতে কর্মরত এক কৃষককে পদদলিত করলে তার মৃত্যু হয়।’

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

2h ago