ঠাকুরগাঁও শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘কফিনবন্দি বাংলাদেশ’

‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটকের একটি দৃশ্য। ছবি: স্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ‘কফিনবন্দি বাংলাদেশ’। গতকাল রোববার সন্ধ্যায় এই নাটকটি মঞ্চস্থ হয়।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেনের রচনা ও নির্দেশনায় দুই দিনব্যাপী এই নাটক মঞ্চস্থের প্রথম দিনে গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটকের একটি দৃশ্য। ছবি: স্টার

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী প্রমুখ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ দায়িত্বরত সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনীতিবিদকে নৃশংসভাবে হত্যা করার পর বঙ্গবন্ধুর মরদেহ দাফন নিয়ে তার স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় কী মর্ম-বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, তাই মূলত এই নাটকের মূল উপজীব্য।

বেদনাবিধুর সেদিনের সেই অমানবিক মর্ম-পীড়াদায়ক ঘটনাবলী শিল্পীদের দক্ষ পরিবেশনায় চিত্রিত হয়েছে নিপুণভাবে, যা দর্শকদের পিন-পতন নীরবতা ধরে রাখতে পেরেছে পুরো সময়জুড়ে।

নাটকটির এই মূল চরিত্রে অভিনয় করেছেন রূপ কুমার গুহ ঠাকুরতা। এ ছাড়াও, এতে অভিনয় করেছেন রাশেদুল ইসলাম, জুলফিকার আলীসহ মোট ১৭ জন স্থানীয় নাট্যশিল্পী।

আজ ৮ মার্চ সন্ধ্যায় একই ভেন্যুতে পুনরায় নাটকটি মঞ্চস্থ হবে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago