কলকাতায় রেলভবনে অগ্নিকাণ্ডে নিহত ৯

পশ্চিমবঙ্গের কলকাতায় রেলওয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সাড়ে ৬টার দিকে শহরের স্ট্রেন্ড রোডের রেলভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভবনটির ১৩তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতায় রেলওয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সাড়ে ৬টার দিকে শহরের স্ট্রেন্ড রোডের রেলভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নয় জনের মধ্যে চার জন ফায়ারম্যান, একজন পুলিশ কর্মকর্তা, রেলওয়ের এক কর্মকর্তা ও এক নিরাপত্তারক্ষী রয়েছেন। ওই ভবনটির ১৩তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয় জনের মধ্যে পাঁচ জনের মরদেহ পাওয়া গেছে ভবনটির ১২তলার লিফটে। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে দম বন্ধ তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল স্থানীয় সময় রাত ১১টার দিকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

8h ago