কেরানীগঞ্জে বাক-প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ায় গ্রেপ্তার ২
ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বাজারে এক বাক-প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় সেই বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন: এস মল্লিক বাসের চালক মো. সবুজ (২৫) ও তার সহকারী মো. নাহিদ (১৯)।
র্যাব-১০ এর সেকেন্ড ইন কমান্ড মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
গত রোববার সকালে এক বাক-প্রতিবন্ধী নারীকে রুহিতপুর বাজারে বাস থেকে ফেলে দেওয়ার হয়। ধারণা করা হচ্ছে, তিনি বাস ভাড়া দিতে না পারায় এমনটি ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক নারীকে মাটিতে পড়ে ব্যথায় কাঁতরাতে দেখা যায়। সেসময় স্থানীয়রা তাকে ওঠাতে সহযোগিতা করছেন।
ঘটনাটি রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘটতে পারে উল্লেখ করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মনিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেছিলেন, তারা বাস, বাসচালক ও হেল্পারকে চিহ্নিত করতে পেরেছেন।
Comments