ছোট ভাইকে হত্যায় অভিযুক্ত বড় ভাইয়ের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার তালা উপজেলায় ছোট ভাইকে হত্যা করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার খোদ্দ-বাটরা গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধার করা যুবকের নাম শাহজাহান মল্লিক (৪০)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন জগদানন্দকাটি গ্রামের নির্মাণশ্রমিক আব্দুল মজিদ মল্লিকের ছেলে।

আব্দুল মজিদ মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তার বড় ছেলে শাহজাহান রোববার রাতে বাড়ির ফটকে ছোট ভাই মন্তেজ মল্লিককে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় সোমবার মন্তেজের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে শাহজাহানসহ তিন জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাহজাহানকে ধরার জন্য পুলিশ তার শ্বশুরবাড়ি নগরঘাটার শুকুর আলী বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। আজ সকালে টেলিফোনে তিনি খবর পান যে, তার ছেলে শাহজাহান কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোদ্দ-বাটরা গ্রামের পরেশ রায় চৌধুরীর আমবাগানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খোদ্দ-বাটরা গ্রামের সুদেব গুপ্তর স্ত্রী সুচিত্রা শীল জানান, আজ ভোরে পরেশ রায় চৌধুরীর আমবাগানে কাঠ আনতে গিয়ে তিনি এক ব্যক্তিকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানকে অবহিত করেন।

ইউপি সদস্য বজলুর রহমান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল আলম ও খোরদো পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তৌফিক টিপু ঘটনাস্থলে এসে ঝুলান্ত মরদেহটি উদ্ধার করেন।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল আলম ডেইলি স্টারকে জানান, পরেশ রায় চৌধুরীর আমাবাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহজাহান মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে নীল রংয়ের জিনসের প্যান্ট ছিল। গায়ে ছিল ফুল-হাতা জামা। তার পকেটে থাকা মানিব্যাগ থেকে পাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা গেছে। তিনি তার ছোট ভাই মন্তেজ মল্লিক হত্যা মামলার আসামি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পাটকেলঘাটা থানার ওসি মোর্সেদ কবির ডেইলি স্টারকে বলেন, ‘শাহাজাহান মল্লিক তার ছোট ভাই মন্তেজ মল্লিক হত্যা মামলার প্রধান অসামি ছিলেন।’

Comments

The Daily Star  | English

Violations reported after India, Pakistan agree to ceasefire

Blasts were heard in Srinagar and Jammu and projectiles and flashes were seen in the night sky over Jammu, similar to the events of the previous evening

47m ago