বার্সেলোনা-আর্সেনালের কোচ হওয়ার স্বপ্ন দেখেন অঁরি
ক্যারিয়ারের সেরা সময়টায় আর্সেনাল ও বার্সেলোনার হয়ে খেলেছেন ফরাসি তারকা থিয়েরি অঁরি। সেরা অর্জন এ দুই দলের জার্সি গায়েই। এবার সেই দুই দলের কোচ হওয়ার স্বপ্নও দেখেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফোর ফোর টুকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ ফরাসি।
ফুটবলার হিসেবে কেরিয়ার শেষ করার পর কিছুদিন অবসরের পর বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন অঁরি। এরপর সিনিয়র ক্যারিয়ারের প্রথম দল মোনাকোর প্রধান কোচ হিসেবে যোগ দেন। এক মৌসুম সেখানে কাটিয়ে বর্তমানে মনট্রিয়াল ইমপ্যাক্টের দায়িত্ব নিয়েছেন তিনি। যদিও এখনও সে অর্থে বড় কোনো সাফল্য পাননি।
তবে বার্সেলোনা কিংবা আর্সেনালের মতো ক্লাবের কোচ হওয়ার সুযোগ পেলে তা অবশ্যই লুফে নেবেন অঁরি, 'আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি স্বপ্ন দেখছি, তবে বলব, হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। কিন্তু যখন আপনি স্বপ্ন দেখেন না, আপনি জেগে থাকেন এবং একটি বাস্তবতা থাকে। আমি কি আর্সেনালের কোচ হতে চাই? হ্যাঁ। আমি কি বার্সেলোনায় যেতে পছন্দ করব? হ্যাঁ। আমি কি আবার আর্সেনালের হয়ে খেলতে চাই? হ্যাঁ আমি আবার তাদের হয়ে খেলতে চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি আর পারব না।'
আর এ ধরণের ক্লাবের কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে রাখতে চান এ ফরাসি, 'আমি আমার শেখার চক্রে আছি, আমি যে দলের কোচিং করছি তার হয়ে আমি ভালো করতে চাই, তখন সময়ই বলবে। আপনি যদি সফল না হন তবে আপনার সেই ধরণের সুযোগই মিলবে না। আমি কেবল যা নিয়ন্ত্রণ করতে পারি তার দিকে মনোনিবেশ করছি এবং বাকী একটি বিশাল কল্পরাজ্য। আমি কি লিওনেল রিচির মতো গান গাইতে চাইব? হ্যাঁ, তবে আমি লিওনেল রিচির মতো গান গাইতে পারি না!'
আর একজন আর্সেনাল ভক্ত হিসেবে এমনটা খুবই স্বাভাবিক বলে মনে করেন তিনি, 'শোনেন, আপনি যদি কোনও আর্সেনালের ভক্তকে জিজ্ঞাসা করেন যে তারা কি একদিন আর্সেনালের কোচ করতে চান, তবে তারা হ্যাঁ বলবেন। আপনি যদি কোনও আর্সেনালের ভক্তকে জিজ্ঞাসা করেন যে তারা যদি আর্সেনালের হয়ে কোনো গোল করতে চান কি-না তাহলেও তারা হ্যাঁ বলবে। আমি যদি এ সম্পর্কে কথা বলি, তাহলে এটা কাল্পনিক হবে। এটা আমার ক্লাব, আমার রক্তে এটা রয়েছে - আমি একজন আর্সেনাল ভক্ত।'
'তাই যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে একদিন আমি আর্সেনালের কোচ করতে চাই কি-না, তবে উত্তর হবে হ্যাঁ। যদি আপনি জিজ্ঞাসা করেন যে একদিন আমি আর্সেনালের জার্সিধারী হতে চাই কি-না, উত্তর হ্যাঁ। যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি যদি আমিরাত স্টেডিয়ামে ঘাস কাটতে চাই কি-না, তার উত্তরও হ্যাঁ।' - যোগ করেন অঁরি।
Comments