টাকার আকর্ষণেই আইপিএল বেছে নেওয়ার কথা স্বীকার বাটলারের
আলোচনা-সমালোচনা অনেক আছে। তবে জস বাটলারকে একদিক থেকে বাহবা দেওয়া যায়। ভনিতা না করে তিনি মেনে নিয়েছেন মোটা টাকার আকর্ষণের কারণেই দেশের খেলার সময়ও তারা বেছে নিচ্ছেন আইপিএল।
আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সময়টায় থাকবে আইপিএলের শেষ দিকের ম্যাচ। প্লে অফ রাউন্ডে উঠা দলগুলোর মধ্যে যেসব ইংলিশ ক্রিকেটাররা থাকবেন তারা খেলতে পারবে না সে সিরিজ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে ক্রিকেটারদের ছাড় দিয়ে রেখেছে।
তবে বাংলাদেশে সাকিব আল হাসানের ইস্যুর মতই ইংল্যান্ডের মানুষও এই সিদ্ধান্ত হজম করতে পারছে না। সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ্রে বয়কট বেশি ক্ষুব্ধ। তার মতে বেতন কেটে রাখা উচিত এসব ক্রিকেটারদের।
দেশের খেলার জায়গায় কেন আইপিএল বেছে নেওয়া এর উত্তরে অনেক ক্রিকেটারই কৌশলে টাকার ব্যাপারটি আড়াল করে যান। বাটলার শুরুতেই বললেন বিপুল অর্থের হাতছানির কথা, ‘আমরা তো বুঝি আইপিএলে কি সুবিধা পাওয়া যায়। বিশাল টুর্নামেন্ট এখানে টাকার ব্যাপারটা অনেক বড়।’
এছাড়াও সাদা বলের ক্রিকেটে উন্নতির প্রসঙ্গও যোগ করেছেন তিনি, ‘আরও ইতিবাচক দিক আছে। ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আইপিএল খেলায় ইংল্যান্ড সাদা বলের উন্নতিতে উপকার পাচ্ছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করতে পারেন এটা মেনে নিয়ে বাটলার আরও স্পষ্ট করে টাকার কথাই ফের মনে করিয়ে দেন, ‘যে পরিমাণ টাকা আইপিএলে পাওয়া যায়, তা অনেকের জন্যই বিশাল লাভজনক। টাকার দিক থেকে এটাই সবচেয়ে বড় আসর।’
অবশ্য টাকার কথার সঙ্গে চলতি বছরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগাম প্রস্তুতির কথাও বলেছেন তিনি। তবে প্লে অফের কয়েকটা ম্যাচ বাদ রাখলে সেই প্রস্তুতির বিশাল কোন ঘাটতি হওয়ার যুক্তি টেকে না।
আগেরবারের মতো এবারও আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাটলার।
Comments