রামোসকে বার্সেলোনায় দেখতে চান রিভালদো
একবার ভেবে দেখুন তো করিম বেনজেমা, টনি ক্রুস, লুকা মদ্রিচদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন সের্জিও রামোস! তাও আবার বার্সেলোনার জার্সি গায়ে! তারকা এ ডিফেন্ডারের সঙ্গে রিয়াল মাদ্রিদের নামটা জুড়ে আছে অঙ্গাঙ্গীভাবে। তাকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তাঁবুতে দেখা নিঃসন্দেহে অলীক চিন্তা-ভাবনা। আর এমন ভাবনাই ভাবছেন সাবেক বার্সেলোনা তারকা রিভালদো।
গত কয়েক মৌসুম ধরেই রক্ষণভাগে বেশ ভুগছে বার্সেলোনা। ভালো কোনো ডিফেন্ডার কিনতে পারছে না দলটি। যার প্রত্যক্ষ প্রভাব প্রতি ম্যাচেই পড়ছে তাদের খেলায়। যে কারণে একজন ভালো মানের ডিফেন্ডার কিনতে মুখিয়ে রয়েছে দলটি। কিন্তু আর্থিক সংকটসহ নানা কারণে তা আর হয়ে আসছে না। তাই আগামী মৌসুমে ফ্রি ট্র্যান্সফার হিসেবে রামোসকে দলে নেওয়া দারুণ ব্যাপার হবে বলে মনে করে রিভালদো।
চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে রামোসের। নতুন চুক্তি নিয়ে এখনও তেমন কোনো আলোচনা নেই। তাই আগামী মৌসুমে নতুন ক্লাবে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে সে ক্লাবটি বার্সেলোনা হবে কি-না অর্থাৎ রামোস তাদের প্রস্তাবে রাজী হবেন কি-না তাতে বড় সন্দেহ রয়েছে। যদিও এমন সাইনিংয়ে কোনো সমস্যা দেখছেন রিভালদো, 'একজন খেলোয়াড়কে অবশ্যই পেশাদার হতে হয়। যদি তুমি ভালো প্রস্তাব পাও তাহলে সেটা মাতে আমি কোনো সমস্যা দেখি না।'
আর শেষ পর্যন্ত রাজী হলে এটা বার্সেলোনার জন্য দারুণ একটি সাইনিং হবে বলে মনে করেন এ ব্রাজিলিয়ান। পাশাপাশি বিষয়টি ঐতিহাসিক বলেও মনে করেন তিনি। কিন্তু এ নিয়ে নানা ধরণের বিতর্কও সৃষ্টি হবে বলে জানান তিনি, 'অবশ্যই রামোস বার্সেলোনার জন্য ভালো সাইনিং হবে। এটা হবে ঐতিহাসিক এবং বিতর্কিতও কারণ রিয়াল মাদ্রিদের সঙ্গে সের্জিও রামোসেরও একটা ইতিহাস রয়েছে।'
এদিকে বার্সেলোনার ঘরের সন্তান লিওনেল মেসির চুক্তির মেয়াদও ফুরচ্ছে মৌসুম শেষে। তাদের কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে পিএসজি। কিন্তু ফরাসি দলটির মেসিকে কেনা ঠিক হবে না বলেই জানান রিভালদো, 'যদি আমি (পিএসজি কোচ মাউরিসিও) পচেত্তিনো হতাম, তাহলে আমি পিএসজির মালিককে বলতাম যে মেসিকে আনার চেয়ে আমাদের দল নিয়েই থাকি। আমি মেসিকে পছন্দ করি কিন্তু এমবাপে তাদের ঘরে রয়েছে এবং তাদের দলে সবাই আছে।'
শেষ পর্যন্ত যদি পিএসজি মেসিকে কিনে নেয় তাহলে হয়তো তাদের ছাড়তে হতে পারে হালের অন্যতম সেরা তরুণ কিলিয়ান এমবাপেকে। তাই এমন সিদ্ধান্ত বেশ কঠিনই মনে করেন এ ব্রাজিলিয়ান, 'এমবাপের জায়গায় মেসির যাওয়া নিয়ে কথা বলা খুব কঠিন একটি বিষয়। কারণ ফুটবল টাকার উপর নির্ভর করে। যদি মেসি পিএসজিতে যায় তাহলে তারা আর্থিকভাবে অনেক লাভবান হবে। তবে এটা ভাবতে হবে মেসির বয়স ৩০ এর বেশি এবং পিএসজিতে ২২ বছর বয়সী এমবাপে রয়েছে। এটা খুব কঠিন।'
কিন্তু বর্তমান সময়ে ফুটবল অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে। আর মেসিকে দলে টানতে পারলে আর্থিকভাবে লাভবান হবে পিএসজি। কারণ পৃষ্ঠপোষকরা তখন হুমড়ি খেয়ে পড়বে তাদের দিকে। আর এ কারণেই মেসিকে শেষ পর্যন্ত পিএসজি কিনে নিতে পারে বলে মনে করেন রিভালদো, 'পিএসজি, আমি আবার বলছি, আমার মনে হয় না তাদের নতুন কোনো সাইনিংয়ের দরকার আছে কারণ এরমধ্যেই তাদের দুর্দান্ত একটি দল রয়েছে... কিন্তু ফুটবল একটি ব্যবসাও।'
Comments