'চ্যাম্পিয়ন্স লিগই লিভারপুলের মৌসুম বাঁচাতে পারে'
এক মৌসুম আগেও যেন আকাশে উড়ছিল লিভারপুল। ৩০ বছর পর ইংলিশ লিগ শিরোপা জয়। তাও রেকর্ড গড়ে। সে দলটি কি-না এবার জিততেই ভুলে গেছে। পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে দলটি। লিগ শিরোপা হাতছাড়া প্রায় নিশ্চিত। এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে দলটি। এ মৌসুমে একমাত্র শিরোপা জয়ের সম্ভাবনা কেবল চ্যাম্পিয়ন্স লিগ। আর এ আসরে খুব একটা খারাপ খেলেছে না দলটি।
সবমিলিয়ে তাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই লিভারপুল মৌসুম বাঁচাতে পারবে বলে মনে করেন দলের মিডফিল্ডার জিওর্জিনিও উইনালদাম। কিন্তু কাজটা যে বেশ কঠিন তা ভালো করেই জানেন তিনি, 'অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগই আমাদের এই মৌসুম বাঁচাতে পারে তবে আমি মনে করি অনেকে বলেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই এটা উদ্ধার হয়ে যাবে কিন্তু সবাই জানে যে এটা কতটা কঠিন।'
কিন্তু সাম্প্রতিক সময়ে লিভারপুলের পারফরম্যান্স খুব বাজে। বিশেষ করে ঘরের মাঠে। অ্যানফিল্ডে তারা টানা ছয়টি ম্যাচ হেরে গেছে। নিজেদের ১২৯ বছরের ইতিহাসে এর আগে এমন হয়নি। এমন অবস্থায় আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে আরবি লাইপজিগের মুখোমুখি হচ্ছে দলটি। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজেদের মাঠেই। তাই স্বাভাবিকভাবেই বাড়তি চাপ অনুভব করছে দলটি।
কিন্তু এ দলটির বিপক্ষে তাদের মাঠে প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জিতে এসেছে দলটি। তাই বাড়তি আত্মবিশ্বাস তারা পেতেই পারে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন বলে জানালেন উইনালদাম, 'আমরা ম্যাচ জিততে এবং ট্রফি জিততে অভ্যস্ত হয়েছিলাম কিন্তু এখন এটা বিপরীত। আত্মবিশ্বাস আগের বছরগুলোর তুলনায় কম কারণ এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের সত্যিই খারাপ লাগছে। ম্যাচের সময় যেভাবে পরিস্থিতিগুলো সামাল দিচ্ছি তা সত্যিই বাজে ছিল। তবে ম্যাচে আমরা যে পরিস্থিতিগুলোর মুখোমুখি হয়েছি, যেভাবে গোল খাচ্ছি তাতে চোটের কোনও সম্পর্ক নেই। এ কারণেই আমরা সবচেয়ে বেশি হতাশ।'
তবে লিভারপুলের মতো দলে খেলে এমন ফলাফল হলে এ চাপটা স্বাভাবিকই মনে করছেন এ ডাচ মিডফিল্ডার, 'আমি মনে করি আপনি যখন লিভারপুলের মতো ক্লাবের হয়ে খেলেন তখন সর্বদা চাপ থাকে এবং আমরা এখন সেটাই অনুভব করছি। তবে যখন আমরা আরও ভাল করতে পারব তখন এ চাপটা অন্যদিকে থাকবে। আমরা আরও ভাল করতে চাই এবং আমাদের এটা দেখাতে হবে। দল এবং খেলোয়াড়দের মধ্যে একে অপরের প্রতি আস্থা রয়েছে তবে আমরা যে পরিস্থিতিতে আছি তাতে আমরা অভ্যস্ত নই।'
Comments