কক্সবাজারে হাতির শাবক উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফ থেকে একটি হাতির শাবক উদ্ধার করেছেনি বনকর্মীরা। গতকাল বুধবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বন রেঞ্জের আওতাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক সংলগ্ন খাইখালী খালের পাশ থেকে ওই শাবকটি উদ্ধার করা হয়। শাবক হাতিটির উচ্চতা তিন ফুট।
উদ্ধার করা হাতির শাবক। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার টেকনাফ থেকে একটি হাতির শাবক উদ্ধার করেছেনি বনকর্মীরা। গতকাল বুধবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বন রেঞ্জের আওতাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক সংলগ্ন খাইখালী খালের পাশ থেকে ওই শাবকটি উদ্ধার করা হয়। শাবক হাতিটির উচ্চতা তিন ফুট।

বনকর্মীদের ধারণা, শাবকটি দলছুট হওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথে চলে আসায় একাকি হয়ে পড়ে।

হোয়াইক্যং বনরেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিকভাবে হাতির শাবকটি হোয়াইক্যং বনরেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।

হাতির শাবক উদ্ধারের খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির হোয়াইক্যং যান। বিষয়টি নিশ্চিত করে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাতির শাবকটিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু সার্ফারি পার্কে পাঠানো হয়েছে। শাবকটি সবল ও সুস্থ আছে।’

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station likely to reopen by mid-October

Most of the damaged equipment have already been replaced with equipment from two other relatively less-used stations

39m ago