পিরোজপুরে শিশু নির্যাতনের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

পিরোজপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই শিশুকে নির্যাতনের অভিযোগে এক প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতনের শিকার শিশুদের পরিবার।

নির্যাতনের শিকার লালনের (৯) বাবা ও রাহাতের (১১) মামা বেল্লাল হাওলাদার গতকাল রাতে এ মামলা করেন।

আজ বৃহস্পতিবার ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বাদী বেল্লাল হাওলাদার জানান, কিছু বিষয়ে প্রতিবেশী বাদল হাওলাদারের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। বুধবার বিকেলে বাদলের দুই ছেলে অপর একটি শিশুকে মারধর করছিল। বিষয়টি লালন ও রাহাত ওই শিশুর মাকে জানায়। এতে বাদল ক্ষিপ্ত হয়ে গাছের ডাল ভেঙে লালন ও রাহাতকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে রাহাতের বাম হাত ভেঙে যায়।

তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বাদল সেখান থেকে চলে যান। এরপর দুই শিশুকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বেল্লাল আরও জানান, রাহাতের মা-বাবা মারা যাওয়ার পর থেকেই সে তার বাড়িতে বসবাস করছে। রাহাত স্থানীয় রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি ও লালন রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, আঘাতে রাহাতের বাম হাতের কনুই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুজনের শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে।

এ বিষয়ে ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বাদলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O, A level exams

The tagline of this year's programme is "Saluting the nation builders of tomorrow".

6m ago