নিউজিল্যান্ডেও মিরাজরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, বিশ্বাস ভেট্টরির
ইতিহাস বলে, বাংলাদেশ যেমন নিজেদের মাঠে বিদেশি দলের জন্য ফাঁদ পাততে স্পিন সহায়ক উইকেট বানায়, নিউজিল্যান্ড তেমনি বানায় ঘাসের উইকেট। যেন ঘাসের সবুজ গালিচা বিছানো থাকে। সঙ্গে বাতাসও থাকে প্রচুর। যে কারণে যে কোনো সময়েই ভয়ঙ্কর হয়ে ওঠেন পেসাররা। কিন্তু সেখানে স্পিনাররাও ভালো ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।
বাউন্সি উইকেটের কথা বিবেচনা করে সাত জন বিশেষজ্ঞ পেসার নিয়ে এবার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। উদ্দেশ্যটা পরিষ্কার। প্রতিপক্ষকে পেস দিয়েই মোকাবিলা করতে চায় টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধরনের বাউন্সি উইকেটে স্পিনারদের সাফল্যও নেহায়েত মন্দ নয়। আর সে সকল উদাহরণ টেনে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ভেট্টরি, ‘আমার মনে হয়, স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিচেল স্যান্টনার, ইশ সোধি অস্ট্রেলিয়া সিরিজে সফল ছিল। এমনকি অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্পিন সাদা বলের ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ অংশ।’
নিজে স্পিনার ছিলেন। তার উপর খেলেছেন এই নিউজিল্যান্ড দলের হয়েই। লম্বা সময় দলের অধিনায়কও ছিলেন। তাই নিজ দেশের উইকেটের আচার-আচরণ ভালো করেই জানেন ভেট্টরি। যে কারণেই মেহেদী মিরাজ, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদদের প্রতি আস্থা রয়েছে তার, ‘বিশেষত, অভিজ্ঞতা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দারুণ পারফরম্যান্সের বিচারে, মিরাজ দলকে অনেক কিছু দিতে পারবে। সঙ্গে মেহেদী ও নাসুম আছে। তারাও দলে জায়গা করে নিতে পারে এবং দলের পারফরম্যান্সে ভূমিকা রাখতে পারে।’
দেশের বাইরে এবারই প্রথম বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। নতুন অধিনায়কের ভূয়সী প্রশংসা করেন ভেট্টরি, ‘আমার মনে হয়, বাংলাদেশ ভাগ্যবান এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারায়। সে খুবই খোলা মনের মানুষ এবং সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে, সে বোঝে আগে কী কাজ করেছে বা করেনি এবং কোন ব্যাপারগুলো কাজ করবে সেই ব্যাপারে সে খুবই ইতিবাচক। আমার মনে হয়, সেটি আমাদের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা।’
তামিমের প্রথম সফরটা নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে হলেও পূর্বের সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের স্পিন কোচ, ‘আমার মনে হয়, বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি, নিউজিল্যান্ড দারুণ একটি দল, যারা খুব ভালো খেলছে। কিন্তু আশা করছি, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি।’
Comments