চট্টগ্রামে বাগদাদ এক্সপ্রেসের ডিপোতে আগুনে ৯ বাস ভস্মীভূত
চট্টগ্রামে বাগদাদ এক্সপ্রেসের বাস ডিপোতে আগুন লেগে নয়টি শীতাতপনিয়ন্ত্রিত বাস ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরীর কর্নেলহাটের সিডিএ আবাসিক এলাকায় বাগদাদ এক্সপ্রেসের নিজস্ব বাস ডিপোতে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী প্রকৌশলী নিউটন দাস দ্য ডেইলি স্টারকে জানান, বাগদাদ এক্সপ্রেসের বাস ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, তার আগেই ডিপোতে থাকা ১১টি পরিত্যক্ত বাসের মধ্যে নয়টি ভস্মীভূত হয়ে যায় বলে জানান তিনি।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
বাগদাদ গ্রুপের মহাব্যবস্থাপক সোহেল ইকবাল দ্য ডেইলি স্টারকে জানান, বাসগুলো দীর্ঘদিন ধরে ডিপোতে অকেজো অবস্থায় পড়ে ছিল। নতুন যখন কেনা হয়েছিল তখন এগুলোর প্রত্যেকটির দাম ছিল দুই কোটি টাকা।
বাস পুড়ে যাওয়ার ঘটনায় আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
Comments