খেলা

ওয়ানডে, টি-টোয়েন্টিতে ফিনিশার হতে চান শামীম

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দ্বিতীয় ওয়ানডেতে ২৬৪ রান তাড়ায় ছয় নম্বরে নেমেছিলেন তিনি। দল ছিল বিপদে, ছিল ঝড় তুলে খেলা শেষ করার চাহিদা। ৩৯ বলে ৫৩ করে সেটা মিটিয়েছেন দারুণভাবে। তৃতীয় ম্যাচেও এলো একই পরিস্থিতি। এবার ২৬১ রান তাড়ায় একই পজিশনে নেমে খেলেন ২৫ বলে ৪৪ রান।
shamim patwary
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

হাত আছে পর্যাপ্ত স্ট্রোক। অসামান্য ব্যাট ঘোরানোর গতি আর দুর্দান্ত রিফ্লেক্স দিয়ে এরমধ্যেই নজর কেড়ে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। যুব বিশ্বকাপ জয়ী দলের এই অলরাউন্ডার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সব শেষ দুই ওয়ানডেতেই ঝড় তুলে শেষ করেছেন খেলা। এই ভূমিকাতেই সীমিত সংস্করণে আলো ছড়ানোর স্বপ্ন তার।

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দ্বিতীয় ওয়ানডেতে ২৬৪ রান তাড়ায় ছয় নম্বরে নেমেছিলেন তিনি। দল ছিল বিপদে, ছিল ঝড় তুলে খেলা শেষ করার চাহিদা। ৩৯ বলে ৫৩ করে সেটা মিটিয়েছেন দারুণভাবে।

তৃতীয় ম্যাচেও এলো একই পরিস্থিতি। এবার ২৬১ রান তাড়ায় একই পজিশনে নেমে খেলেন ২৫ বলে ৪৪ রান। ২৭ বল আগেই শেষ করে দেন খেলা। বৃহস্পতিবার চতুর্থ ওয়ানডের আগে মিরপুরে অনুশীলন সেরে জানালেন, ছয় নম্বর পজিশনকে ঘিরেই তার একাগ্র পরিকল্পনা,  ‘ব্যাটিংয়ে আমার পজিশন নাম্বার সিক্স। আমি চাই যে, ফিনিশ করতে যেভাবেই হোক আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার লক্ষ্য থাকে।’

দেশের বাইরে এবিডি ভিলিয়ার্স আর বিরাট কোহলিকে আদর্শ মানা শামীম বাঁহাতে ব্যাট করেন। বল হাতে আবার ডানহাতি অফ স্পিনার। সেখানেও রাখেন কার্যকর ভূমিকা। তবে একটা জায়গায় এখনি তিনি জাতীয় দলের অনেকের চেয়েই এগিয়ে।

মাঠের যেকোনো জায়গায় দুর্দান্ত এক ফিল্ডারের নাম শামীম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেই ঝলক দেখিয়েছিলেন। সিনিয়রদের সঙ্গে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও তা করে দেখান। ফিল্ডিংয়ে ছোটবেলা থেকেই এই তরুণ অনুসরণ করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসকে।

Comments

The Daily Star  | English

Israel resumes Gaza attacks

Israel's military said today it had resumed fighting in Gaza, with airstrikes and artillery fire reported in Gaza City, as a truce expired with no agreement to extend it

55m ago