১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে এ আর রহমান প্রযোজিত সিনেমা ‘নাইনটি নাইন সং’

অস্কারজয়ী সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী এ আর রহমান প্রযোজিত মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘নাইনটি নাইন সং’ চলতি বছরের ১৬ এপ্রিল হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে।
এই সিনেমায় অভিনয় করেছেন- এহান ভাট এবং এডিলসি ভার্গাসে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘নাইনটি নাইন সং’ সিনেমা দিয়ে একজন লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিশ্বনন্দিত এই সংগীত ব্যক্তিত্ব।
Happy to share that #99Songs will release on April 16, 2021, in Hindi, Tamil and Telugu. Directed by @vishweshk and featuring the talented actors @itsEhanBhat & #EdilsyVargas.@jiostudios @YM_Movies @idealentinc @JioCinema pic.twitter.com/TU4TjaSSoa
— A.R.Rahman (@arrahman) March 11, 2021
নিজের টুইটারে এ আর রহমান জানান, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি অবশেষে সিনেমাটি ১৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। হিন্দি, তেলেগু এবং তামিল এই তিনটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’
‘নাইনটি নাইন সং’ সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
Comments