ভোলা নদীর চর থেকে মৃত ডলফিন উদ্ধার
বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর চর থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগ।
আজ বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
চার ফুট লম্বা ও প্রস্থে দুই ফুট দশ ইঞ্চি প্রস্থের ডলফিনটিকে সুন্দরবনে সমাহিত করা হয়েছে বলে জানায় বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে জানান, ফেরদৌস মালো নামে এক ট্রলার চালকের দেওয়া খবরের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা ভোলা নদীর তীর থেকে ডলফিনটি উদ্ধার করে।
তিনি বলেন, ‘আমাদের ধারণা উদ্ধার করা ডলফিনটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। ডলফিনের শরীরে কোনো দাগ নেই। সুন্দরবন বন বিভাগের সদস্যরা এবং স্থানীয় মৎস্য কর্মকর্তারাও ডলফিনটি পরীক্ষা করেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে তারা বেশি কিছু বলতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমরা ডলফিনের নমুনা সংগ্রহ করেছি। নমুনা ঢাকার বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। সেখানে পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
Comments