করোনাভাইরাস

মৃত্যু ২৬ লাখ ২৯ হাজার, আক্রান্ত ১১ কোটি সাড়ে ৮৫ লাখের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৬ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি সাড়ে ৮৫ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭১ লাখের বেশি মানুষ।
HEALTH-CORONAVIRUS-BELGIUM_SAMPLE+_TEST.jpg
বেলজিয়ামে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২১ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৬ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি সাড়ে ৮৫ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭১ লাখের বেশি মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের বেলা ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ২৬ লাখ ২৯ হাজার ৩৫৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭১ লাখ ২১ হাজার ৩০৪ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৩০ হাজার ৭১৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১২ লাখ ৭৭ হাজার ৭১৭, মারা গেছেন দুই লাখ ৭২ হাজার ৮৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৮৩ হাজার ৬৫৬ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৩ লাখ আট হাজার ৮৪৬ জন, মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩০৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি নয় লাখ ৫৩ হাজার ৩০৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ১৫২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৫০ হাজার ৯৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৯৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৫৪ হাজার ১৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৫০২ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ সাত হাজার ৯২০ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago