নুরপুরে চিরনিদ্রায় শায়িত মাহমুদ উস সামাদ

সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুরে গ্রামে নিজ বাবার নামে নবনির্মিত মসজিদের সামনে সমাহিত হলেন সদ্যপ্রয়াত সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন করা হয়।
করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে গতকাল দুপুর ২টার দিকে মৃত্যুবরণ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী।
আজ দুপুর ১২টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তার মরদেহ ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ তার বাড়ি ফারজানা-মাহমুদ ভিলায় নেওয়া হয়। পরে বিকেল সোয়া ৪টায় জানাজার জন্য মরদেহ কাসিম আলি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নেওয়া হয়।
Comments