চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যন্ত্রশিল্পী নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও ছয় জন আহত হয়েছেন।
আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্যাড বাদক পার্থ প্রতিম গুহ (৫০) ও পার্কাসন বাদক হানিফ আহমেদ (৪১)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইসহাক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন তারা। ভোর ৫টা ২০ মিনিটের দিকে মাইক্রোবাসটিকে চাপা দেয় লরিটি।’
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পার্থ প্রতিম গুহ ঘটনাস্থলেই মারা যান। হানিফ আহমেদকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সকাল ৭টার দিকে মারা যান তিনি।
আহতরা হলেন- সংগীতশিল্পী বিউটি খান, নন্দন চৌধুরী, রাহাত, পাপ্পু, তাওহীদ ও লুৎফর। তারা বর্তমানে চমেকে ভর্তি আছেন। বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লরিটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
হানিফ আহমেদ ও পার্থ প্রতিম গুহের বাড়ি কুমিল্লায়। তাদের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনেকে।
Comments