ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি ৭০ লাখ ডলার দিয়ে মামলা নিষ্পত্তির বিষয়ে সমঝোতায় যাচ্ছে শহর কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার তারা এই সমঝোতায় এসেছে।
গত বছর মে মাসে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে আটকের পর ডেরেক চৌভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা তার ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন জোরালো হয়।
ফ্লয়েড পরিবারের আইনজীবী বেনজামিন ক্র্যাম্প জানান, এটি (ফ্লয়েডের মৃত্যুর মামলার মীমাংসা) ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুর মামলার সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি।
তিনি আরও জানান, এই ক্ষতিপূরণ ইঙ্গিত দেয় যে, কৃষ্ণাঙ্গদের জীবনও গুরুত্বপূর্ণ এবং এই রঙের মানুষের বিরুদ্ধে পুলিশী বর্বরতার অবসান ঘটাতে হবে। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যু ‘এখন আর তুচ্ছ বা গুরুত্বহীন হিসেবে দেখা হবে না’।
ক্ষতিপূরণের ঘোষণার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। এরপরও এটা জেনে সান্ত্বনা পাচ্ছি, মৃত্যুর পরেও কীভাবে বেঁচে থাকতে হয় জর্জ ফ্লয়েড এটা সারা বিশ্বকে দেখিয়েছেন।’
পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়া চৌভিনের বিচার চলতি সপ্তাহের শুরুতে হেনেপিন কাউন্টির জেলা আদালতে শুরু হয়। চৌভিন নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি জানান, তিনি কেবল যথাযথভাবে তার দায়িত্ব পালন করছিলেন।
গত বছর, ফ্লয়েডের স্বজনরা ফেডারেল আদালতে চৌভিনসহ আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে।
আরও পড়ুন:
জাস্টিস ফর ফ্লয়েড: উত্তাল মিনিয়াপোলিস, সিএনএনের সাংবাদিক আটক
হত্যার দায়ে মার্কিন পুলিশ কর্মকর্তা আটক
যুক্তরাষ্ট্র রণক্ষেত্র: ২৫ শহরে কারফিউ, নিহত ১, গুলিবিদ্ধ ৩
জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে হত্যা মামলা
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ উল্লেখিত চিঠি শেয়ার করেছেন ট্রাম্প
শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলায় ‘হতাশ’ মার্কিন কূটনীতিক-কর্মকর্তারা
Comments