ভেট্টোরির ব্যাপারে নতুন করে ভাবছে বিসিবি

স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে চুক্তিটা বাংলাদেশের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এই সময়ে ১০০ দিন কাজ করার কথা তার। প্রতিদিনের জন্য করসহ তার পারিশ্রমিক ৩ হাজার মার্কিন ডলার। তবে করোনাভাইরাস বদলে দিয়েছে পরিস্থিতি
daniel vettori
দিল্লির দূষণে অস্বস্তিতে বাংলাদেশ দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ছবি: একুশ তাপাদার

স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে চুক্তিটা বাংলাদেশের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এই সময়ে ১০০ দিন কাজ করার কথা তার। প্রতিদিনের জন্য করসহ তার পারিশ্রমিক ৩ হাজার মার্কিন ডলার। তবে করোনাভাইরাস বদলে দিয়েছে পরিস্থিতি। ভেট্টোরিকে নিউজিল্যান্ডের বাইরে আর পাওয়াই যাচ্ছে না। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, চলমান বাস্তবতায় নতুন করে ভাবছেন তারা, দ্রুতই নিতে যাচ্ছেন একটি কার্যকর সিদ্ধান্ত। 

করোনা মহামারির পর বাংলাদেশ ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই দেশের কোয়ারেন্টিন জটিলতায় এই সিরিজে মেলেনি ভেট্টোরির সেবা। বর্তমানে নিউজিল্যান্ডে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া স্পিনাররা অবশ্যই কাছে পাচ্ছেন ভেট্টোরিকে।

নিউজিল্যান্ড থেকে ফিরে এপ্রিল মাসে শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। তারপর মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ। এই সিরিজেও মিলবে না ভেট্টোরিকে।

শনিবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম এই তথ্য দিয়ে জানান, বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে তাদের ভাবনাতেও আনতে হচ্ছে বদল,  ‘ভেট্টরির ব্যাপারটা হয়েছে, ওর সঙ্গে আমাদের আমাদের চুক্তি কিন্তু টি-টোয়েন্টি পর্যন্ত। এবং যেহেতু কোভিড পরিস্থিতির কারণে যাওয়া ও ওখান থেকে বের হয়ে আসা কিন্তু নিয়মতান্ত্রিক এক বড় জটিলতায় বিষয় হয়ে আছে। সেটার জন্য আপাতত আমরা ওকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না। তাই আমরা ভবিষ্যতে ওকে নিয়ে চিন্তা করবো কী হয় না হয়। এর মধ্যে আমাদের দেশিয় কোচ আছে, আমরা তাকে শ্রীলঙ্কা পাঠাবো।’

নিউজিল্যান্ডের বাইরে কোন একটা সিরিজে বাংলাদেশ দলের হয়ে কাজ করতে হলে স্বাভাবিক সময়ের অনেক বেশি দরকার হবে কিউই এই বাঁহাতি স্পিন কিংবদন্তির। আগামী অক্টোবর নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরিস্থিতি থাকতে পারে একইরকম।

বাস্তবতা মেনে নিয়েই তাই আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে যায় বোর্ড, হয়ত চুক্তি শেষ হওয়ার আগেভাগেই থেমে যেতে পারে ভেট্টোরির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পথচলা, ‘যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওকে আনতাম তাহলে মোটামুটি ৭০ থেকে ৭৫ দিন কিন্তু তাকে বাইরে থাকতে হতো। এটা ওর জন্য ভালো না আমাদের ক্রিকেট বোর্ডের জন্যও ভালো না।’

‘কারণ ৩০ দিনের জন্য যদি বাড়তি ৪০ দিন ওকে বাইরে থাকতে হয়…(সেটা আদর্শ না)।  সেজন্যই আমরা চিন্তা-ভাবনা করছি এবং কিছুদিনের মধ্যেই একটা সিদ্ধান্তে যাব।’

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

Now