চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চাঁদপুরের যুব মহিলা লীগ সভাপতি আহত

চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি ফরিদা ইলিয়াস (৫৫)। শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।
চাঁদপুরে একটি বেসরকারি হাসপাতালে ফরিদা ইলিয়াস চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের চিকিৎসক মোবারক হোসেন চৌধুরী বলেন, ফরিদা ইলিয়াস আপাতত আশঙ্কামুক্ত। তিনি পাথরের আঘাতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ খবর পেয়ে রাতেই তাঁকে দেখতে ছুটে যান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও মহিলা লীগ নেতৃবৃন্দ।
ফরিদা ইলিয়াস চাঁদপুর পৌরসভার ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও বর্তমান প্যানেল মেয়র।
তিনি জানান, চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনে চাঁদপুর যাচ্ছিলেন। শুক্রবার রাত ৯টায় লাঙ্গলকোট এলাকায় বাইরে থেকে ট্রেনে পাথর ছুড়ে মারা হয়। পাথরের আঘাতে তাৎক্ষণিকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
ট্রেনটি চাঁদপুর পৌঁছালে হাসপাতালে নেয়ার পর তার জ্ঞান ফিরে। বিষয়টি চাঁদপুর জিআরপি থানাকে অবগত করা হয়েছে।
Comments