কুইন্সটাউনে প্রকৃতির সান্নিধ্যে ফুরফুরে বাংলাদেশ দল
সবুজ মাঠ শেষ হতেই মোহনীয় পাহাড় সারির শুরু। পাহাড়ি নদীর স্বচ্ছ জলের ছন্দের সঙ্গে মন ভালো করে দেওয়া স্বস্তির বাতাস। আছে নীল জলরাশির হ্রদের সৌন্দর্য। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে গিয়ে প্রকৃতির রূপে যেন মাখামাখি অবস্থা বাংলাদেশের ক্রিকেটারদের। কোন রকমের স্বাস্থ্যবিধির কড়াকড়ি না থাকায় অবাধ চলেফেরার উচ্ছ্বাস তাদের ভেতর।
শুক্রবার জন ডেভিস ওভাল মাঠে ছিল বাংলাদেশের অনুশীলন। যে মাঠের পেছনেই দাঁড়িয়ে টিটিটিয়া পাহাড়। সেই পাহাড়ের মাঝে আবার অনিন্দ্য সুন্দর ওয়াাকাতিপু হ্রদ । এমন একটা সুন্দর জায়গায় গিয়ে ক্রিকেটারদের কেবল খেলার মধ্যে না রেখে শনিবার দেওয়া হয়েছিল ছুটি।
ছুটির দিনে পাহাড়ি নদীতে শটওভার জেটের রোমাঞ্চ নেন ক্রিকেটাররা। সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেনদের ফেসবুকময় কুইন্সটাউনের সৌন্দর্যঘেরা সেসব ছবি।
পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম জানান এখন সবকিছুই উপভোগ্য তাদের কাছে, ‘কোয়ারেন্টিনে ৭ দিন যেখানে অনুশীলন করেছে সেখানকার উইকেটের চেয়ে এখানকার উইকেট অনেক স্বস্তিদায়ক। সব কিছু উপভোগ করছি। আমি আগেও এখানে এসেছি, কাজেই এই আবহাওয়া আমার জন্য মাননসই।’
তাসকিন আহমেদ মনে করেন এমন চলতে থাকলে ভাল কিছু হবে, ‘১৪ দিনের কোয়ারেন্টিনের ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার পর এরমধ্যে দুদিন অনুশীলন করলাম। সব সুবিধা এখানে চমৎকার। আজ আমাদের ছুটি ছিল। দলের সবাই কিছু মজার জিনিস করলাম। আশা করি সামনেও ভাল যাবে।’
অনুশীলনের সুবিধা নিয়ে খুশি আফিফও,‘কোয়ারেন্টিনের পর আমরা যে অনুশীলন সুবিধা পেয়েছে, আমরা সেন্টার উইকেট পাচ্ছি এখানের। আশা করি এইগুলা প্রস্তুতির জন্য কাজে দিবে।’
১৬ মার্চ প্রকৃতি কন্যা কুইন্সটাউন ছেড়ে ডানেডিনে যাবে বাংলাদেশ দল। ২০ মার্চ সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবেন তামিম ইকবালরা।
Comments