যশোরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ শিশুর বিরুদ্ধে মামলা

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের মণিরামপুর উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজ রোববার তিন শিশুর বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বিকালে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার পরপরই অভিযুক্ত তিন শিশুর অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন।

১৮ বছরের নিচে হওয়ায় অভিযুক্ত তিন শিশুর নাম প্রকাশ করা হয়নি।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘শনিবার বিকালে আমার মেয়ে বাড়ির পাশে খেলতে যাচ্ছিল। সেসময় ওই তিন শিশু আমার মেয়েকে ধর্ষণ করতে গেলে এক প্রতিবেশী দেখে ফেলে এবং চিৎকার দেয়। তখন তারা পালিয়ে যায়।’

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, ‘খবর পেয়ে গতকাল সন্ধ্যায় আমরা ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী শিশু ও তার স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটির বাবা আজ সকালে থানায় এসে তিন শিশুকে অভিযুক্ত করে মামলা করেছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে।’

Comments

The Daily Star  | English

Israel strikes Iran

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

26m ago