টেকনাফে রোহিঙ্গা শিবিরে একজনকে গুলি করে হত্যা, আহত ১

কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুই রোহিঙ্গা সন্ত্রাসী দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ান-১৬ এর অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সদস্যরা সালমান গ্রুপের সদস্য মোহাম্মদ জুবায়েরকে (২১) তার ঘর থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। তিনি শিবিরের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে।’
তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের জের ধরে সালমান গ্রুপের সদস্যরা আজ রোববার ভোররাত ৪টায় পুতিয়া গ্রুপের সদস্য মোহাম্মদ জলিল প্রকাশ সুনিয়াকে (২২) ধরে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে।’
নিহত জুবায়েরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িত অপরাধীদের আটকের জন্য পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Comments