করোনাভাইরাস

বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্তের হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৫৪৫ জন।
ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার অব্যাহতভাবে বেড়ে চলেছে। গত এক সপ্তাহে দৈনিক শনাক্তের মোট সংখ্যা ও শনাক্তের হার দুইই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮) সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৮ জন মারা গেছেন। এসময়ের মধ্যে মোট ১৬ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১ হাজার ১৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ।

এক সপ্তাহ আগে গত ৭ মার্চ মোট শনাক্ত হয়েছিলেন ৬০৬ জন। পরীক্ষার সংখ্যা বিবেচনায় সেদিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, গত এক সপ্তাহে প্রতিদিনই শনাক্তের হার ও মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে এক জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, পাঁচ জনের ৫০ বছরের মধ্যে ও ষাটোর্ধ রয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১১ হাজার ৬৯৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago