রুবেল ও শরিফুল যখন সাংবাদিক
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কোয়ারেন্টিন পর্ব শেষে বর্তমানে মাঠের অনুশীলনে ব্যস্ত টাইগাররা। তাদের খবর রাখতে দেশের ছেলেবুড়ো সবাই পছন্দ করেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকতে চলতি সিরিজে বাংলাদেশের কোনো সাংবাদিকদের মাঠে যাওয়ার সুযোগ রাখেনি দেশটির সরকার। তাই বলে কি টাইগারদের খরব অজানা থেকে যাবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষদের জন্য? ব্যবস্থাটা করে দিলেন ক্রিকেটাররাই।
কুইন্সটাউনে রোববার জন ডেভিস ওভাল মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকেই রুবেল হোসেন ও শরিফুল ইসলাম বনে গেলেন সাংবাদিক। একে অপরকে প্রশ্ন করলেন। জানালেন নিজেদের পরিকল্পনার কথা। আর তাদের কথোপকথন হুবুহু তুলে ধরা হলো ডেইলিস্টারের পাঠকদের জন্য-
শরিফুল: নিউজিল্যান্ডে কেমন লাগছে?
রুবেল: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, প্ল্যান অনুযায়ী, আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে।
শরিফুল: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেইসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অনেক অভিজ্ঞতা আপনার আছে। দর্শকরা আপনার কাছে অনেক কিছু আশা করে। তো আপনি এখন কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?
রুবেল: অবশ্যই। কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশাআল্লাহ সামনে আমি যদি সুযোগ পাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেব। প্লাস হচ্ছে আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য। এবং দলের প্ল্যান অনুযায়ী এক্সেকিউশনটা খুব্ব ভালো করতে হবে। তো এটাই আর কী। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট।
শরিফুল: নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জিতিনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারবো? আপনার কতটুকু কনফিডেন্স?
রুবেল: ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে টিম আছি আমি পার্সোনালি মনে করি আমাদের সেই অ্যাবিলিটি আছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই প্ল্যান অনুযায়ী, উইকেটের সাথে, উইকেটটায় গিয়ে আমরা যদি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
রুবেল: প্র্যাকটিস কেমন চলছে?
শরিফুল: আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে।
রুবেল: নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম ট্যুর।
শরিফুল: উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট। অ্যানিথিং ওয়াইড, পানিশড। জাস্ট লাইন অ্যান্ড লেংথে ঠিক করে বল করতে হবে।
রুবেল: তোমার প্রিপারেশন কেমন নিচ্ছো? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক টাফ টিম, তো তোমার প্রিপারেশন কেমন?
শরিফুল: প্রিপারেশন তো আল্লাহর রহমতে ভালোই আছে আল্লাহর রহমতে। ওদের দেশে, ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের প্ল্যানে থাকার।
রুবেল: তোমার স্ট্রোক বল কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছো বেশি?
শরিফুল: হ্যাঁ, স্ট্রোক বলটায় মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প, হালকা সুইং।
রুবেল: ঠিক আছে, গুড লাক, বেস্ট উইশেস ফর ইউ ব্রাদার।
Comments