১৭-২৬ মার্চ রাজধানীতে যানজট বাড়তে পারে: ডিএমপি

রাজধানীতে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের কারণে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে যানজটের আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। এই ১০ দিন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রাজধানীতে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের কারণে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে যানজটের আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। এই ১০ দিন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম আজ ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় একাধিক রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এসব অনুষ্ঠানে অংশ নিবেন। এর সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কারণে যানজট বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ডিএমপি।

সতর্কতার অংশ হিসেবে এই কয়েকদিন বাড়তি সময় হাতে নিয়ে গন্তব্যের পথে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মনিরুল, যিনি একই সঙ্গে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান বলেন, ওই সময়টায় ঢাকায় নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলোকে সেই সময়টায় অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করছি। অপরিহার্য না হলে তখন কোনো অনুষ্ঠান যেন আয়োজন করা না হয়। অনুষ্ঠান পূর্বনির্ধারিত হলে তা প্রত্যাহারের অনুরোধ করছি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago